১৮০টি দেশের প্রায় ২ বিলিয়নেরও বেশি মানুষ বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের সাথে সবসময় যোগাযোগ রাখতে WhatsApp1ব্যবহার করেন। বিশ্বের সর্বত্র প্রায় সব ফোনেই WhatsApp বিনামূল্যে ব্যবহার করা যায়2 এবং এর মেসেজিং ও কলিং বৈশিষ্ট্য খুবই সহজ, নিরাপদ আর নির্ভরযোগ্য।
1 এবং হ্যা, WhatsApp নামটি What's Up (হোয়াট ইজ আপ) অর্থাৎ 'কী খবর' এই বাক্যাংশের ভিত্তিতে দেওয়া হয়েছে।
2 ডেটা চার্জ প্রযোজ্য হতে পারে।
এসএমএসের বিকল্প হিসাবে WhatsApp শুরু হয়েছিল। আমাদের প্রোডাক্ট এখন বিভিন্ন ধরনের মিডিয়া যেমন টেক্সট, ফটো, ভিডিও, ডকুমেন্ট ও লোকেশন এমনকি ভয়েস কল পাঠানো ও পাওয়া সমর্থন করে। আপনি যাতে WhatsApp-এ আপনার কিছু অত্যন্ত ব্যক্তিগত মুহূর্ত অন্যের সাথে শেয়ার করতে পারেন, তার জন্য আমাদের অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন তৈরি করেছি। প্রতিটি প্রোডাক্টের জন্য আমাদের লক্ষ্য হলো যে কোনো বাধা ছাড়াই বিশ্বের যে কোনো জায়গায় মানুষকে যোগাযোগ করতে দেওয়া।
জান কুম আর ব্রায়ান অ্যাক্টন WhatsApp তৈরি করেছেন, যারা এর আগে একসাথে Yahoo-তে ২০ বছর কাজ করেছেন। ২০১৪ সালে WhatsApp, Facebook-এ যোগ দিয়েছে, তবে বিশ্বের যে কোনো জায়গায় দ্রুত আর নির্ভরযোগ্যভাবে কাজ করে এমন একটি মেসেজিং পরিষেবা তৈরি করতে লেজার ফোকাস সহ একটি পৃথক অ্যাপ হিসাবে ধারাবাহিকভাবে কাজ করছে।