https://tinyurl.com/mudubffv
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
Learn with SALAM চ্যানেলে আপনাকে স্বাগত।
■ আপনি নিশ্চয় জানেন ইসলামে শিক্ষার গুরুত্ব অপরিসীম। রসূলুল্লহ (স.) এঁর উপর সর্বপ্রথম যে ওহী নাযিল হয় তা হলো -"পড়ো, তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।" (সূরা আলাক)
■ রসূলুল্লহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "প্রত্যেক মুসলিমের উপর দ্বীনী ইলম শিক্ষা করা ফরজ।" (ইবন মাযাহ)
জীবনের সকল কাজ ইসলামের বিধান অনুযায়ী করার জন্য দ্বীনী শিক্ষার বিকল্প নেই। দ্বীনী ইলমের চর্চার মাধ্যমেই সমাজে ঈমান- আমল, আল্লাহ ভীতি ও আখিরাত-মুখিতা সৃষ্টি হয়। এই বৈশিষ্ট্যগুলো ছাড়া যেমন আখিরাতের সফলতা অর্জন করা যাবে না তেমনি দুনিয়ার জীবনও দুর্নীতি, অনাচার, জুলুম থেকে মুক্ত করা যাবে না। এজন্য দুনিয়ায় শান্তি, নিরাপত্তা ও আখিরাতে সফলতার জন্য দ্বীনী ইলমের চর্চা অপরিহার্য।
এই চ্যানেলের মাধ্যমে আমরা দ্বীনী ইলমের চর্চা করবো। ইন-শা- আল্লাহ!
তাই এই চ্যানেলটি follow করে সঙ্গে থাকুন। আর অন্যদেরকে শেয়ার করুন। কেননা নবীজী (স.) বলেছেন, "আমার পক্ষ থেকে প্রচার কর, যদিও একটি বাক্য হয়।"
—সেখ সালাম আলী