ছোট থেকে বড়, বাড়ির সকলের শরীর ও স্বাস্থ্য থেকে শুরু করে হালের ফ্যাশন, বিউটির মতো বিষয়ে রাজ্যের সেরা বিশেষজ্ঞদের মতামত জানতে আপনাকে এই সময় অনলাইনের 'লাইফস্টাইল' বিভাগে চোখ রাখতেই হবে। সেই সঙ্গে এই বিভাগে আপনি পাবেন অফবিট ভ্রমণের রুটম্যাপ, সম্পর্কের হালচাল এবং ট্রেন্ডিং রেসিপির সন্ধান।