◆◆সর্বজয়া পত্রিকা একটি নারীকেন্দ্রিক মাসিক পত্রিকা ( e - magazine),যার কেন্দ্রবিন্দু শুধুই নারীরা।প্রতি মাসের ১ তারিখে পত্রিকা প্রকাশিত হবে। ◆◆
এই পত্রিকায় থাকবে নারীদের জীবন সংগ্রামের সাথে জড়িত বিভিন্ন কাহিনী যা অনুপ্রাণিত করবে অন্যান্যদের, থাকবে সমস্ত বাধাবিপত্তি জয় করে প্রকৃতরূপে সর্বজয়া হয়ে ওঠার আখ্যান। পত্রিকাটি সুসজ্জিত হয়ে উঠবে বিখ্যাত নারীদের শক্তিরূপিনী হয়ে ওঠার প্রবন্ধ দিয়ে। সাথেই থাকবে মেয়েদের দৈনন্দিন জীবন সম্পর্কিত নানান বিষয়, রূপচর্চা, গৃহসজ্জার টুকিটাকি, ছোটগল্প, সুস্বাস্থ্য, নতুন মা ও শিশুর যত্ন সম্পর্কিত নানান তথ্য এবং আপনাদের একান্ত নিজস্ব বিভাগ।
এছাড়া থাকবে রান্নাঘরের বিভিন্ন টুকিটাকি। যেমন হারিয়ে যাওয়া বিভিন্ন রান্নার খোঁজ থেকে শুরু করে নতুন রান্নার খোঁজ, রান্না ও রান্নাঘর সংক্রান্ত বিভিন্ন উপকারী তথ্য, বিভিন্ন খাবারের ইতিহাস ইত্যাদি।
আমাদের পত্রিকায় থাকবে নারীদের সাহিত্য,সংস্কৃতি,বিজ্ঞান,সমাজসংস্কার প্রভৃতি বিভিন্ন বিষয়ে অবদান সম্পর্কিত কথা।
পত্রিকায় শিশুদের নিজস্ব বিভাগও আছে। যেখানে শিশু ও কিশোরবয়স্করা নিজেদের আঁকা,লেখা (ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ) সব পাঠাতে পারে। আমরা খুশি হয়ে সেইসব কিছু প্রকাশ করা হবে।
আমাদের বিভিন্ন বিভাগে বড়রাও দিতে পারেন আপনাদের লেখা কোনো ছোটগল্প, কবিতা, আঁকা, নতুন জানা-অজানা রান্নার খবর,প্রবন্ধ ( বিষয়- নারীকেন্দ্রিক) ইত্যাদি।
পাঠানো প্রতিটি লেখা লেখক লেখিকার নাম উল্লেখসহ প্রকাশ করা হবে।