পূঁজিবাজার ঝুঁকিপুর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে আগ্রহী আদর্শ বিনিয়োগকারীদের জন্য এটি একটি প্রকৃত তথ্য নির্ভর ও শিক্ষামূলক চ্যানেল।
যদি আপনার জ্ঞান চর্চার আগ্রহ থাকে, তাহলে আপনাকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি; অন্যথায় আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, কারন এই চ্যানেলে গুজবের কোন স্থান নেই।
লক্ষ্যঃ
নৈতিক বিনিয়োগ-জ্ঞান চর্চায় আমাদের প্রধান ও একমাত্র উদ্দেশ্য, যার মাধ্যমে বিনিয়োগকারীগণ স্বশিক্ষিত ও স্বনির্ভর হয়ে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা অর্জন করবেন।
কার্যক্রমঃ
নিয়মিত কার্যক্রমের মধ্যে অন্যতম-
* বিনিয়োগ আইন পর্যালোচনা
* অথেন্টিক তথ্য সরবরাহ ও পর্যালোচনা
* টেকনিক্যাল এনালাইসিস ধারণা ও পর্যালোচনা
* ফান্ডামেন্টাল এনালাইসিস ধারণা ও পর্যালোচনা
* তথ্য নির্ভর সাপ্তাহিক মার্কেট পর্যালোচনা
* ব্যবহারিক টেকনিক্যাল এনালাইসিস
* সঠিক যুক্তিসহ পরামর্শ গ্রহণ
WhatsApp Group সমূহঃ
1. 📊SMART INVESTOR BD📈
2. 📊SIBD📈Extension 1
3. 📊SIBD📈Extension 2
4. 📊SIBD📈Foreign Wing
উপসংহারঃ
গুজবে কান না দিয়ে নিজের বিনিয়োগের প্রতি যত্নশীল হয়ে উঠার জন্য যথার্থ জ্ঞান চার্চার কোন বিকল্প নেই, সে লক্ষ্যেই আমাদের এই শুভ যাত্রা।
বিনিয়োগ ঝুঁকির লাভ-ক্ষতি-তে সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। 🙂
বিদ্রঃ চ্যানেলের পুরাতন কনটেন্টগুলো পেতে ফেসবুক পেজ https://www.facebook.com/sibdfb/ লিংকে প্রবেশ করুন। ধন্যবাদ