বিশ্বের দরবারে বাংলার হস্তশিল্পকে প্রতিষ্ঠা করা আমাদের উদ্দেশ্য
পশ্চিমবঙ্গ হস্তশিল্পের জন্য সারা পৃথিবীতে খ্যাত | এই রাজ্যের প্রতিটি জেলার হস্তশিল্প সামগ্রী বৈশিষ্ট্যপূর্ণ ও স্বতন্ত্র | কিন্তু উপযুক্ত পরিকাঠামোর অভাবে হস্তশিল্পীদের কাজ সকলের কাছে সবসময় পৌঁছাতে পারে না | তাই হস্তশিল্পকে সমগ্র ভারত তথা বিশ্বব্যাপীর কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য | এই উদ্দেশ্য নিয়ে আমরা বঙ্গবাসী ই-কমার্স ওয়েবসাইট শুরু করি | করোনা পরিস্থিতির সময় দেখেছি হস্তশিল্পীদের দুরাবস্থা। তারা অসাধারণ সব জিনিস-পত্র তৈরি করেন কিন্তু যোগাযোগের মাধ্যম না থাকায় ক্রেতাদের কাছে ঠিকমতো পৌঁছায় না। বাংলার হস্তশিল্প সামগ্রী চাহিদা আছে দেশ-বিদেশে, কিন্তু হস্তশিল্পীরা প্রান্তিক অঞ্চলে থাকায় ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে ওঠে না। তাই আমরা, দেশ-বিদেশের ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করছি এতে হস্তশিল্পীরাও আর্থিক লাভ করবেন | আপনি একজন হস্তশিল্পী না হলেও আমাদের ওয়েবসাইট থেকে আপনারা প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারবেন।