এই চ্যানেলের লক্ষ্য হলো বাংলাদেশে Skill Based Education ও প্রযুক্তিনির্ভর দক্ষতার গণজাগরণ ঘটানো।
আমরা চাই প্রতিটি শিক্ষার্থী ও তরুণ প্রকৌশলী হোক যুগোপযোগী স্কিলের অধিকারী—
যাতে তারা শুধু চাকরির জন্য প্রস্তুত না হয়, বরং লিডারশিপ ও ইনোভেশনের পথে এগিয়ে যায়।
যোগ দিন এই আন্দোলনে, গড়ি দক্ষ, আত্মনির্ভর ও প্রগতিশীল বাংলাদেশ।