১. অ্যাপটি ডাউনলোড করে চালু করুন: WhatsApp Messenger Google Play স্টোর বা Apple App Store থেকে বিনামূল্যে ডাউনলোড করুন। অ্যাপটি চালু করতে আপনার হোম স্ক্রিনে WhatsApp আইকন ট্যাপ করুন।
২. পরিষেবার শর্তাবলী পর্যালোচনা করুন: পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতি পড়ুন, তারপর শর্তাবলী স্বীকার করতে সম্মত হন এবং এগিয়ে যান ট্যাপ করুন।
৩. রেজিস্টার করুন: আপনার দেশের কোড যোগ করতে ড্রপ ডাউন লিস্ট থেকে নিজের দেশ বেছে নিন, এরপর আন্তর্জাতিক ফোন নম্বরের ফরম্যাটে আপনার ফোন নম্বরটি লিখুন। হয়ে গেছে বা পরবর্তী ট্যাপ করুন, এরপর এসএমএস অথবা ফোন কলের মাধ্যমে আপনার ৬-ডিজিটের রেজিস্ট্রেশন কোডটি পেতে ঠিক আছে ট্যাপ করুন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে আপনার ৬-ডিজিটের কোডটি লিখুন। কীভাবে Android, iPhone, বা KaiOS-এ আপনার ফোন নম্বর রেজিস্টার করবেন তা জানুন।
৪. আপনার প্রোফাইল সেট আপ করুন: আপনার নতুন প্রোফাইলে নিজের নাম লিখুন, তারপর পরবর্তী-তে ট্যাপ করুন। আপনি প্রোফাইলে ফটো যোগ করতে পারেন।
৫. পরিচিতি এবং ফটো অ্যাক্সেস করতে দিন: আপনার ফোনের অ্যাড্রেস বুক থেকে পরিচিতিদেরকে WhatsApp-এ যোগ করা যাবে। এছাড়াও, আপনি নিজের ফোনের ফটো, ভিডিও এবং ফাইলের অ্যাক্সেস দিতে পারেন।
৬. চ্যাট শুরু করুন: ট্যাপ করুন বা , তারপর শুরু করতে পরিচিতি থেকে একজন খুঁজে নিন। টেক্সট ফিল্ডে মেসেজ লিখুন। ফটো বা ভিডিও পাঠাতে, ট্যাপ করুন বা টেক্সট ফিল্ডের পাশে। নতুন ফটো তুলতে বা ভিডিও করতে ক্যামেরা বেছে নিন অথবা ফোনে আগে থেকে থাকা ফটো এবং ভিডিও বেছে নিতে গ্যালারি বা ফটো ভিডিও লাইব্রেরি বেছে নিন। তারপর বা ট্যাপ করুন।
৭. গ্রুপ তৈরি করুন: সর্বাধিক ২৫৬ জন সদস্য নিয়ে আপনি একটি গ্রুপ তৈরি করতে পারেন। ট্যাপ করুন বা , তারপর নতুন গ্রুপ। গ্রুপে যোগ করার জন্য পরিচিতি খুঁজুন বা বেছে নিন, এরপর পরবর্তী-তে ট্যাপ করুন। গ্রুপের নাম লেখার পর ট্যাপ করুন বা তৈরি করুন।
আপনার গোপনীয়তা এবং নিরাপত্তার ফিচার কাস্টমাইজ করুন
WhatsApp আপনার আপনার গোপনীয়তা এবং নিরাপত্তা সহজে বুঝতে এবং কাস্টমাইজ করতে সাহায্য করে। আরও বিশদ জানুন আমাদের গোপনীয়তা পেজে।
আপনি যে তথ্য পাচ্ছেন সেগুলি যাচাই করুন
আপনি যে মেসেজ পাচ্ছেন সেগুলি সত্যি কী না যাচাই করুন, কারণ আপনি যা শুনছেন তার সব সঠিক নাও হতে পারে। আপানে যিনি মেসেজ পাঠিয়েছেন, তিনি আপনার অপরিচিত হলে আমাদের পরামর্শ হল কোনও বিশ্বস্ত তথ্য যাচাইকারী সংস্থারমাধ্যমে যাচাই করুন। কীভাবে ভুল তথ্য ছড়ানো প্রতিরোধ করতে হয় তা জানতে এই আর্টিকেলটি পড়ুন।
ফরওয়ার্ড করা মেসেজ
ভুল তথ্য ছড়ানো প্রতিরোধ করতে আপনি কতবার মেসেজ ফরওয়ার্ড করবেন তা সীমিত করা হয়। ফরওয়ার্ড করা মেসেজ ফরওয়ার্ড করা হয়েছে লেবেলের মাধ্যমে আপনি সহজে চিহ্নিত করতে পারবেন। যখন কোনও মেসেজ একজন ব্যবহারকারীর কাছ থেকে অন্য ব্যবহারকারীর কাছে অনেকবার ফরওয়ার্ড করা হয়, তখন সেটি ডবল তীর চিহ্নের আইকন দিয়ে দেখানো হয়। ফরওয়ার্ড করার সীমা সম্পর্কে জানতে এই আর্টিকেলটি পড়ুন।