কার্যকরী তারিখ: 15 অক্টোবর, 2024
আপনি ফেস ও হ্যান্ড এফেক্ট ব্যবহার করতে চাইলে, ফেস ও হ্যান্ড এফেক্ট সংক্রান্ত এই প্রাইভেসি নোটিশ প্রযোজ্য হয়। আমরা কীভাবে এই সব ক্যামেরা এফেক্ট জেনারেট করতে আপনার তথ্য ব্যবহার করি ও সুরক্ষিত রাখি, এখানে সেই ব্যাখ্যা আছে এবং WhatsApp প্রাইভেসি পলিসি-র পরিপূরক হিসাবে কাজ করে।
ফেস ও হ্যান্ড এফেক্ট হলো অগমেন্টেড রিয়েলিটি ফিচার যা লোকেদের নড়াচড়া, কথাবলা ও নিজেকে ব্যক্ত করার মতো প্রতিক্রিয়া জানায়। এর মধ্যে ফিল্টার, মাস্ক ও অন্যান্য ইন্টার্যাক্টিভ ডিজিটাল অভিজ্ঞতা থাকে। আপনি নিজের ক্যামেরা, ফটো ও ভিডিওতে এই সব এফেক্ট ব্যবহার করতে পারেন।
আপনি যখন ফেস ও হ্যান্ড এফেক্ট ব্যবহার করেন, তখন আমাদেরকে আপনার ক্যামেরা, ফটো ও ভিডিওর সঠিক জায়গায় এগুলো দেখাতে হয় এবং কিছু এফেক্ট আপনার অঙ্গভঙ্গি, ভাবভঙ্গি বা নড়াচড়াতে প্রতিক্রিয়া জানায়। যেমন, আপনি যদি কুকুরছানার কান বেছে নেন, তাহলে আমাদেরকে আপনার মাথার উপরে ঠিক জায়গায় কান দেখাতে হয় এবং আপনি নড়াচড়া করলেও সেগুলোকে ঠিক জায়গাতেই দেখাতে হয়। এরকম করতে, আমরা আপনার মুখের বিভিন্ন অংশের (যেমন, আপনার চোখ, নাক বা মুখ) লোকেশন এবং আপনার মুখ, চোখ ও হাতের বিভিন্ন পয়েন্ট অনুমান করি। কিছু এফেক্টের ক্ষেত্রে, আমরা কোনো মুখের জেনেরিক মডেলের উপর এই সব পয়েন্ট প্রয়োগ করি এবং আপনার মুখের ভাবভঙ্গি ও নড়াচড়া অনুকরণ করতে তা সামঞ্জস্য করি। এই তথ্য আপনাকে শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় না।
আমরা এই তথ্য আমাদের সার্ভারে প্রক্রিয়া বা স্টোর করি না অথবা থার্ড-পার্টির সঙ্গে শেয়ার করি না। এই তথ্য প্রক্রিয়া করা হয়, তবে আপনার ডিভাইসে স্টোর করা হয় না এবং বেছে নেওয়া এফেক্ট আপনি ব্যবহার করার পর মুছে দেওয়া হয়।
আপনি ফেস ও হ্যান্ড এফেক্ট ব্যবহার করলে, আমরা আপনার ক্যামেরার ফিড, ফটো ও ভিডিওতে উপস্থিত থাকা অন্যান্য লোকের ইমেজের তথ্য প্রক্রিয়া করতে পারি। যেমন, কোনো ভিডিও কলে আপনি এফেক্ট ব্যবহার করার সময়, ব্যাকগ্রাউন্ডে থাকা কারোর মাথার উপর কুকুরছানার কান দেখানো হতে পারে।
আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হন, তাহলে WhatsApp-এ ফেস ও হ্যান্ড এফেক্ট অ্যাক্সেস করার আগে আপনাকে সেগুলো চালু করতে হবে। আপনি WhatsApp-এ প্রথমবার ফেস ও হ্যান্ড এফেক্ট ব্যবহার করার চেষ্টা করলে, আপনাকে এফেক্ট চালু করতে বলা হবে।
আপনি যে কোনো সময় নিজের ফেস ও হ্যান্ড এফেক্ট সেটিং পরিবর্তন করতে পারবেন। সেটিং বন্ধ থাকলেও, আপনি অন্যান্য ফিচার অ্যাক্সেস করতে পারবেন।
এফেক্ট চালু করে, আপনি সম্মত হচ্ছেন যে আপনার ক্যামেরা ফিড, ফটো ও ভিডিওতে উপস্থিত থাকা সবাই নিজের WhatsApp অ্যাকাউন্টে এফেক্ট চালু করলে অথবা আপনি তাদের আইনত অনুমোদিত প্রতিনিধি হলে তবেই এফেক্ট ব্যবহার করবেন এবং তাদের পক্ষ থেকে এই নোটিশের শর্তাবলীতে সম্মত হচ্ছেন।