আপনি এই অবতার ফিচারগুলো বেছে নিলে, WhatsApp অবতার ফিচারের প্রাইভেসি নোটিশ প্রযোজ্য হবে। আমরা কীভাবে প্রস্তাবিত অবতার তৈরি করতে এবং 'অবতার কলিং' ফিচারে সাহায্য করতে আপনার তথ্য ব্যবহার করি ও সুরক্ষিত রাখি, এটি সেই ব্যাখ্যা দেয় এবং
WhatsApp-এর প্রাইভেসি পলিসি
র পরিপূরক হিসাবে কাজ করে।
প্রস্তাবিত অবতার
আপনি নিজের অবতার তৈরি করার সময় যে ফটো তুলে জমা দেন, সেই ফটোটি ব্যবহার করে WhatsApp, LLC যাতে আপনার কাছে তাড়াতাড়ি কিছু অবতারের সুপারিশ করতে পারে, তার জন্য প্রস্তাবিত অবতার ফিচারটি সাহায্য করে। আপনি প্রস্তাবিত অবতার ফিচার ব্যবহার করতে চাইলে, আপনাকে এই প্রাইভেসি নোটিশে সম্মত হতে হবে।
প্রস্তাবিত অবতার ফিচারটি দেওয়ার জন্য ব্যবহৃত তথ্য
WhatsApp আপনার চেহারা অনুযায়ী মানানসই অবতারের সুপারিশ করতে বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে। এই বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা আপনার মুখের বিভিন্ন অংশ, যেমন, আপনার চোখ, নাক ও মুখের অবস্থান এবং আপনার মুখের সেই অংশগুলোর আকারের নির্দিষ্ট বিভিন্ন পয়েন্ট ("মুখের বিভিন্ন আনুমানিক পয়েন্ট") অনুমান করতে আপনার ফটো বিশ্লেষণ করি। এছাড়াও, আমরা আপনার মুখের কিছু নির্দিষ্ট অংশের ("মুখের বিভিন্ন আনুমানিক বৈশিষ্ট্য") আনুমানিক মাপ, আকার ও রংয়ের পিগমেন্ট অর্থাৎ ত্বকের স্বাভাবিক রং শনাক্ত করতে আপনার ফটো বিশ্লেষণ করি। আমাদের প্রযুক্তিটি এরপর আপনার মুখের বিভিন্ন আনুমানিক পয়েন্ট ও মুখের বিভিন্ন আনুমানিক বৈশিষ্ট্য ব্যবহার করে আপনার চেহারা অনুযায়ী মানানসই অবতার তৈরি করে এবং WhatsApp আপনাকে সেই অবতারগুলোর সুপারিশ করে। আপনি তা ব্যবহার করা বেছে নিলে, নিজের চূড়ান্ত অবতারটি বেছে নেওয়ার আগে প্রস্তাবিত অবতারগুলো কাস্টমাইজ করতে অবতার এডিটর টুল ব্যবহার করতে পারবেন। এই তথ্যগুলোর কোনোটিই আপনাকে শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় না এবং এগুলো শুধুমাত্র আপনার চেহারা অনুযায়ী মানানসই অবতারের সুপারিশ করার উদ্দেশ্যেই ব্যবহার করা হবে।
আপনি নিজের চূড়ান্ত অবতার বেছে নেওয়ার পর আপনার ফটো, মুখের বিভিন্ন আনুমানিক বৈশিষ্ট্য, মুখের বিভিন্ন আনুমানিক বৈশিষ্ট্য ও প্রস্তাবিত অবতারগুলো অবিলম্বে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হবে। মুছে ফেলার সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হতে সর্বাধিক 14 দিন লাগতে পারে।
WhatsApp-এর প্রাইভেসি পলিসি অনুসারে, WhatsApp আপনার ডিভাইসে চূড়ান্ত অবতার স্টোর করবে যাতে আপনি WhatsApp-এ ইন্টার্যাক্টিভ ডিজিটাল অভিজ্ঞতার জন্য সেটি ব্যবহার করতে পারেন। আপনার চূড়ান্ত অবতার তৈরি হওয়ার পর, WhatsApp অবতার সেটিংসে গিয়ে "অবতার মুছুন"-এ ক্লিক করে যে কোনো সময় সেটি মুছে দিতে পারবেন। এছাড়াও, আপনি নিজের WhatsApp অ্যাকাউন্ট মুছে দিলে, আপনার চূড়ান্ত অবতার অটোমেটিক মুছে যাবে।
অবতার কলিং
'অবতার কলিং' ফিচারের মাধ্যমে আপনি WhatsApp ভিডিও কলে নিজের ব্যক্তিগত অবতার ব্যবহার করে অংশগ্রহণ করতে পারেন। 'অবতার কলিং' হলো অগমেন্টেড রিয়েলিটি ফিচার, এটি ভিডিওতে আপনার পরিবর্তে আপনার লাইভ অবতারকে দেখায়।
'অবতার কলিং' ফিচার দেওয়ার জন্য ব্যবহৃত তথ্য
আপনি 'অবতার কলিং' ব্যবহার করতে চাইলে, আমাদের নিশ্চিত করতে হবে যে ভিডিওতে আপনি যেখানে থাকবেন আপনার অবতারটিকেও যেন ঠিক সেখানেই দেখা যায় এবং বাস্তব সময়ে আপনার মুখের ভাবভঙ্গি ও নড়াচড়াও (ক্যামেরা এফেক্ট) যেন দেখা যায়।
সহজেই 'অবতার কলিং' ব্যবহার করার জন্য, WhatsApp আপনার মুখের বিভিন্ন অংশের (যেমন, আপনার চোখ, নাক বা মুখ) অবস্থান এবং আপনার মুখের সেই অংশগুলোর আকারের নির্দিষ্ট বিভিন্ন পয়েন্ট ("মুখের বিভিন্ন আনুমানিক পয়েন্ট") অনুমান করবে। আমরা মুখের বিভিন্ন আনুমানিক পয়েন্ট একটি মুখের জেনেরিক মডেলের উপর প্রয়োগ করব এবং আপনার মুখের ভাবভঙ্গি ও নড়াচড়া অনুকরণ করতে সেটি অ্যাডজাস্ট করব।
এই তথ্য আপনাকে শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় না। এটি শুধুমাত্র আপনার ভিডিও কল চলাকালীন 'অবতার কলিং' ফিচার দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আপনি ফিচারটি ব্যবহার করা বন্ধ করলে বা ভিডিও কল শেষ হলে, আমরা এই তথ্যের প্রক্রিয়া করা বন্ধ করে দেবো। আমরা এই তথ্য স্টোর করি না বা থার্ড-পার্টির সঙ্গে শেয়ার করি না।
WhatsApp-এর প্রাইভেসি পলিসি অনুসারে, WhatsApp আপনার ডিভাইসে চূড়ান্ত অবতার স্টোর করবে যাতে 'অবতার কলিং'-এর জন্য সেটি ব্যবহার করা যায়। আপনি WhatsApp অবতার সেটিংসে গিয়ে "অবতার মুছুন"-এ ক্লিক করে, যে কোনো সময় সেটি মুছে দিতে পারবেন। এছাড়াও, আপনি নিজের WhatsApp অ্যাকাউন্ট মুছে দিলে, আপনার অবতার অটোমেটিক মুছে যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের জন্য অতিরিক্ত তথ্য
'অবতার কলিং' ফিচারটি ক্যামেরা এফেক্ট সেটিং দিয়ে নিয়ন্ত্রিত হয়। প্রযোজ্য আইন অনুসারে, 'অবতার কলিং' চালু করার জন্য, আপনাকে এই প্রাইভেসি নোটিশে সম্মত হতে হবে, তবেই ক্যামেরা এফেক্টের সেটিং চালু হবে। আপনি যে কোনো সময় WhatsApp গোপনীয়তা সেটিংসে গিয়ে নিজের ক্যামেরা এফেক্ট সেটিং বন্ধ করতে পারবেন। এই সেটিং বন্ধ থাকলে, 'অবতার কলিং' ফিচার উপলভ্য থাকবে না, তবে এরপরও আপনি অন্য সব WhatsApp ফিচার অ্যাক্সেস করতে পারবেন।
আপনি 'অবতার কলিং' ব্যবহার করার সময়, আমরা আপনার ভিডিও কলে উপস্থিত অন্য লোকেদের ছবি থেকে তথ্য প্রক্রিয়া করতে পারি। 'অবতার কলিং' ও ক্যামেরা এফেক্ট সেটিং চালু করে, আপনি সম্মত হচ্ছেন যে আপনার ভিডিওতে উপস্থিত থাকা সবাই নিজের WhatsApp অ্যাকাউন্টে ক্যামেরা এফেক্ট সেটিং চালু করলে বা আপনি তাদের আইনিত অনুমোদিত প্রতিনিধি হলে তবেই ফিচারটি ব্যবহার করবেন এবং তাদের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তির শর্তাবলীতে সম্মত হবেন।