_*السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ*_
_*আপনাদের সবাইকে স্বাগতম !!*_
আমাদের চ্যানেলে কোরআন সুন্নাহর আলোকে পোস্ট করা হয়!!
কেউ রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করল।সূরা *নিসা আল কোরআন (আয়াত ৮০)*
আপনিও ইসলামের প্রচারক হন, পোস্টগুলো নিয়মিত শেয়ার করুন।
📚 ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান (নর-নারীর) উপর ফরয ইবনে মাজাহ(২২৪) *{আল হাদিস}*
কিয়ামতের প্রথম প্রশ্ন সালাত:*
*আপনি কি প্রস্তুত?*
আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত রসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) বলেন কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেয়া হবে তা হল এই নামাজ। উহা যদি বিশুদ্ধ হয়ে যায় তাহলে সে মুক্তি পেয়ে গেল ও সফল হল।
আর যদি বিনষ্ট বা বরবাদ হয়ে যায় তাহলে সে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়ে গেল।
*তিরমিযী, নাসাঈ, আবু, দাউদ, ও ইবনু মাজহ্*
➡️ ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেক নর-নারীর উপরে ফরজ........
*(সুনানে ইবনে মাজাহ্, ২২৮)*
ধর্মীয় জ্ঞান গোপন করা হারাম
*(তিরমিজী)*
✅ এই চ্যানেল থেকে আপনি ইসলামের অনেক খুঁটিনাটি বিষয়ে জানতে পারবেন,
*(ইনশাআল্লাহ)*
🔹 "আমাদের চ্যানেলে হানাফী মাযহাব
অনুসরণ করে পোস্ট করা হয়,
👏 *"আপনিও ইসলামের প্রচারক হন পোস্ট গুলো নিয়মিত শেয়ার করুন,*
📌
★» ইসলাম ধর্ম সহজ,
কিন্তু এতটা সহজ নয় যে, কোন মেসেজ কুড়ি জনকে ফরওয়ার্ড করলে জান্নাত পেয়ে যাবেন।
_চ্যানেলে জয়েন হওয়ার জন্য এই নম্বরে হেল্প নিতে পারেন:_
**
_Channel link 🖇️_
https://whatsapp.com/channel/0029VajmHzMCHDylvDzQAJ2R
~Thank for Join Us ♥️