IP & IIP Fund || Islamer Pothe Mohila Madrasah '25
Channel | 1.9K followers
بسم الله الرحمن الرحيم
আমাদের নতুন যাত্রা, যদিও নতুন না দীর্ঘ দুই বছর যাবৎ আমাদের এই সংগ্রাম চলছে। সংগ্রাম বলার মূল কারণ হচ্ছে দুনিয়ার হাজার বিলাসিতা বাদ দিয়ে উত্তম ব্যবসায় নিয়োজিত রাখা, যার ফলাফল হাতে হাতে পাওয়া যায় না, তবুও রবের ওয়াদায় অটল বিশ্বাস। এইটাই তো সংগ্রাম!
আমাদের এই সংস্থার মূল উদ্দেশ্য দুনিয়ার মুসলিমদের সাহায্য করা, যার প্রতিদান হবে বিশাল ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের প্রধান উদ্যোগ 'উন্মুক্ত লাইব্রেরী প্রজেক্ট' যা বিশাল এক সদকায়ে জারিয়াহ হবে ইনশাআল্লাহ। তাছাড়া চলমান gaযার হালাতের জন্য আমরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালাচ্ছি। এর বাইরেও ছোট ছোট প্রজেক্ট হাতে নিয়ে তা রবের রহমতে সফলতার সাথে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। (বিস্তারিত চ্যানেল, পেইজ, গ্রুপে পাবেন)
আমাদের কাজের কেন্দ্রবিন্দু আমাদের অনলাইন মাদ্রাসা :
মাদ্রাসা–
FB page : https://www.facebook.com/share/1EnzkSWGFc/
ফান্ড–
Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029VbAeFBKEKyZKo7bb7q1M