ঘৃণাপূর্ণ ভাষা, হিংসা, পর্নোগ্রাফি অথবা অন্যান্য অবাঞ্ছনীয় বা ক্ষতিকারক মেসেজ, যা কমিউনিটির নিয়মাবলী লঙ্ঘন করে তা অবিলম্বে মুছে ফেলতে হবে, যাতে সদস্যরা সেই কনটেন্ট ব্যাপকভাবে না দেখতে পান। উৎস খুঁজে দ্রুত যোগাযোগ করা ও সেটির উদ্দেশ্য কী, তা দ্রুত নির্ণয় করা গুরুত্বপূর্ণ।
আপনার নিয়মাবলীর গুরুতর লঙ্ঘন হলে, গ্রুপ ও কমিউনিটি থেকে কোনো সদস্যকে সরিয়ে দিতে দ্বিধা করবেন না। আপনি কোনো খুব পরিচিত সদস্যকে সরিয়ে দিলে, সেই ব্যক্তি যে আর কমিউনিটির অংশ নন, তা ব্যাখ্যা করে একটি ছোট মেসেজ পাঠানোর কথা বিবেচনা করুন। মনে রাখবেন, পরিস্থিতি বা ঘটনার সাথে জড়িত সদস্যদের সম্পর্কে কোনো সংবেদনশীল ব্যক্তিগত বিশদ বিবরণ প্রকাশ করবেন না।
ট্রোল হওয়া ও ভণ্ডদের থেকে সতর্ক থাকতে, আপনার অ্যাডমিন ও সদস্যদের সঙ্গে মিলে কাজ করুন। বিতর্ক তৈরি করতে ট্রোলের ব্যবহার করা হয় এবং তা করার ক্ষেত্রে সাধারণত জাল পরিচয় গ্রহণ করা হয় ও তা বিভ্রান্তি বা বাধা তৈরি করে। ভণ্ডরা হলো এমন লোক যারা আপনার গ্রুপের ছবি পরিবর্তন করার মতো কিছু করে, আপনার গ্রুপের দখল নেন। ট্রোল ও ভণ্ড বা কমিউনিটির নিয়মাবলী অমান্যকারী সদস্যদের দ্রুত সরান।
আপনি যে পদক্ষেপই নিন না কেন, 'ঘোষণা' গ্রুপে নিয়মাবলী আবার বর্ণনা করলে ভালো হয় এবং কমিউনিটির সব সদস্যদের জানান যে আপনি বিষয়টি সমাধানের জন্য কীভাবে কাজ করেছেন।