একটি নতুন কমিউনিটি শুরু করার সময় বা WhatsApp-এ কমিউনিটিগুলিতে আপনার গ্রুপ যোগ করার সময় এই মূল বিষয়গুলি ভেবে দেখুন৷
একটি ফলপ্রসূ কমিউনিটির অভিজ্ঞতা তৈরি করতে এবং বজায় রাখতে আপনার অ্য়াডমিন এবং সদস্যদের ক্ষমতা দিন ও সহযোগিতা করুন।
কীভাবে বিভিন্ন সেক্টরের লোকেরা তাদের কমিউনিটি বড় করে তোলার জন্য WhatsApp ব্যবহার করছেন দেখুন।
"কমিউনিটির সাহায্যে জীবন সহজ হয়ে গেছে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন, গোপনীয়তা নিশ্চিত করে এবং এতে যুক্ত থাকা সকল পক্ষকে আশ্বস্ত করে যে এখানে থাকা কনটেন্ট নিরাপদ।"
- ফোলাশেড
নাইজেরিয়ায় অভাবী অসহায়দের সাহায্য করার জন্য, গিভার্স অ্যারেনা (Givers Arena) WhatsApp কমিউনিটি ব্যবহার করে।
অ্যাডেক্স আডিবুকোলা, তার জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। ভদ্র পরিবারের একজন 41 বছর বয়সী এই নাইজেরিয়ান মহিলা, যিনি একসময় তার পরিবারের জন্য পর্যাপ্ত খাবার জোগাড় করতে পারতেন না।
তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন যে, ঈশ্বর যেন তাকে অন্তত দিনে দুবার খাবার জুটিয়ে দেন এবং এর বিনিময়ে তিনি অন্যদেরকে সাহায্য করার মাধ্যমে এর প্রতিদান দেবেন।
2017 সালে আডিবুকোলা আর্থিক সাফল্য পান এবং এই সাফল্য তাকে নাইজেরিয়ার বৃহত্তম বাণিজ্যিক শহর লাগোসে একটি সাশ্রয়ী পোশাকের ব্যবসা শুরু করার সুযোগ করে দেয়। ব্যবসাটি সফল হয় এবং তিনি ঈশ্বরকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে অভাবী লোকজনদের সাহায্য করার উদ্দেশ্যে, সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য অর্থ সংগ্রহ করার জন্য একটি Facebook গ্রুপ তৈরি করেন।
পুরানো দিনের কথা মনে করে তিনি বলেন, "গ্রুপটির নাম কী হবে? আমি তা নিয়ে অনেক চিন্তাভাবনা করেছিলাম।" আমি দাতাদের প্রশংসা করার জন্য তাদের একত্রিত করব আর এর বিনিময়ে আপনিও লোকজনের প্রশংসা করবেন এবং এই চিন্তাভাবনা থেকেই "গিভার্স অ্যারেনা" (Givers Arena) নামটি রাখা হয়েছিল।
আডিবুকোলা একটি চ্যারেটি হিসাবে "গিভার্স অ্যারেনা" (Givers Arena)-র রেজিস্টার করেন এবং 2017 সালে "দাতা ও গ্রহণকারীদের একত্রে আনতে" নিজের Facebook গ্রুপের অনেক সদস্যকে আলাদা আলাদা WhatsApp গ্রুপে স্থানান্তরিত করেন।
যথেষ্ট কর্মীর অভাবের কারণে নাইজেরিয়া, ক্যামেরুন, ঘানা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের সব গ্রুপ পরিচালনা করা কঠিন হচ্ছিল, তাই তিনি WhatsApp কমিউনিটি ব্যবহার করার সিদ্ধান্ত নেন এবং এর ফলে তিনি সব গ্রুপকে এক জায়গায় আনতে পেরেছিলেন।
"গিভার্স অ্যারেনা" (Givers Arena)-র একজন অ্যাডমিন ফোলাশেড ওলুওটোবি, যিনি নাইজেরিয়ার তিনটি রাজ্য জুড়ে ছয়টি অঞ্চল পরিচালনা করেন, তিনি জানান, "কমিউনিটির সাহায্যে জীবন সহজ হয়ে গেছে।" "আমি একবার পোস্ট করলেই ছয়টি গ্রুপই একইসময়ে সেই পোস্টটি পেয়ে যায়।"
ফোলাশেড জানান, "এছাড়াও, আমি কমিউনিটিতে সদস্যদের একাধিক গ্রুপে যোগ দেওয়ার ক্ষমতা সীমিত করতে পারি এবং সদস্যরা তাদের কাছাকাছির অন্য কোনো জায়গা থেকে বিনামূল্যে সুবিধা পেতে পারেন। তারা অন্যান্য গ্রুপ দেখতে পারেন, কিন্তু তাতে যোগ দিতে পারেন না এবং তা করার জন্য শুধুমাত্র অ্যাডমিনরাই তাদের সেই অনুমতি দিতে পারেন।"
এছাড়াও, "WhatsApp কমিউনিটি" গোপনীয়তার গ্যারান্টি দেয়, নেতিবাচক মেসেজ সরিয়ে দেওয়ার ক্ষমতা দেয় ও পারিবারিক হিংসার মতো স্পর্শকাতর বিষয় মোকাবিলা করার জন্য, অন্যান্য অ্যাডমিনদের সঙ্গে সমন্বয় করতে সাহায্য করে। এটি এখন অপরাধীদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, প্রমাণের একটি বাস্তব তথ্য ভাণ্ডারে পরিণত হয়েছে।
ফোলাশেড জানান, "এন্ড-টু-এন্ড এনক্রিপশন, গোপনীয়তা নিশ্চিত করে এবং এতে যুক্ত থাকা সব পক্ষকে আশ্বস্ত করে যে, এখানে থাকা কনটেন্ট নিরাপদ।" "এছাড়াও, আপনি গ্রুপ ও বিভিন্ন মেসেজ চিরকালের জন্য মুছে দিতে পারেন।"
এখনও পর্যন্ত যারা "WhatsApp কমিউনিটি" ব্যবহার করেননি, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, "তারা যদি একাধিক গ্রুপের সাথে নিবিড় সম্পর্ক রাখতে চান, তাহলে তারা অনেক কিছু মিস করছেন। যে সব চ্যারিটি অর্থাৎ দাতব্য প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে বিভিন্ন লোকেদের সাহায্য করে, সেই সব চ্যারিটির জন্য এই নিবিড় সম্পর্ক তৈরি করা অপরিহার্য।"